শিশু ধর্ষণ চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল!

29 June 2022, 121 বার পড়া হয়েছে,

৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠছে। মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শিক্ষার্থীর সাথে এ ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টার একটি ৪২ সেকেন্ড ভিডিও ধারন করা হয়েছে। শিশু ধর্ষন চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় একটি চিপাগলি ভিতরে নীল রং স্কুল ড্রেস পরিহিত একটি নাবালিকা শিশুকে আনুমানিক ৩৮/৪০ বছরের এক যুবক জোড় পূর্বক ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছে। শিশুটি বাধা দিচ্ছে। এক পর্যায়ে লোকটি চোখ রাঙিয়ে শসাতে থাকলে শিশুটি প্রচন্ড ভয় পেয়ে যায়। আতঙ্কে কাঁপতে থাকে। লম্পট ঐ ব্যক্তি অনেক দূর গিয়ে পেছন দিক থেকে চেয়ে চেয়ে দেখে শিশুটিকে।

খোঁজ নিয়ে জানাযায়, অভিুক্ত ব্যক্তি বুধন্তী গ্রামের বাজাইন্না বাড়ির মারফত আলীর ছেলে মুহাব্বাত আলী (৪০)। কেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শরিফা আক্তার বলেন, সকালে শিক্ষার্থীর অভিভাবক বিষয়টি অবগত করেছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে ঘটনা অবহিত করা হয়েছে। তিনি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। কান্না জড়িত কন্ঠে শিক্ষার্থীর বাবা দোষী ব্যক্তির সর্বচ্চো দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবী করেন। বিজয়নগর উপজেলা অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, বিকেলে ঘটনাটির ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চালাছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com