কাজীপাড়া পঞ্চায়েত কমিটির  ইসলামী মহাসম্মেলন সমাপ্ত।

ধর্ম, ব্রাহ্মণবাড়িয়া, 27 December 2022, 10739 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী ১৬ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহাসম্মেলন আজ শনিবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
 ইসলামী মহাসম্মেলনে  বিশিষ্ট সমাজসেবক  মোঃ ফরহাদ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে প্রথম দিন আল্লাহর ভয় ইসলামের আদর্শ ও সমাজ ব্যবস্থার বিষয় নিয়ে  বক্তা হিসেবে আলোচনা করেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন আল্লামা ডঃ আব্দুল্লাহ আল নোমান, ঢাকা লালজান শাহী জামে মসজিদের খতিব ও আলোচক এনটিভি  মাইটিভি, বিজয় টিভির ইসলামিক ভাষ্যকার হযরত মাওঃ ক্বারী আব্দুল কাইয়ুম মিয়াজী যুক্তিবাদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা শিক্ষা সচিব, আল্লামা মুফতি শামসুল হক সরাইলী।
দ্বিতীয় দিন মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাবের বিষয় নিয়ে বক্তা হিসেবে আলোচনা করেন, ঢাকা কেরানীগঞ্জ জামিয়া রহমানিয়া সামসুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল,  হযরত মাওঃ মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী,  কুমিল্লা খলিলপুর শাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,  মাওঃ আহসানুল হক শাহীন শরাফতী, ব্রাহ্মণবাড়িয়া  জেলা জামে মসজিদের  খতিব ও জেলা ঈদগাহ মাঠের ইমাম, হযরত মাওঃ ছিবগাতুল্লাহ নূর।
 সম্মেলনের শেষ দিনে নামাজের গুরুত্ব ও পিতা-মাতার হক, মাদক ও সন্ত্রাস বিরোধী সমাজ ব্যবস্থার বিষয়ে বক্তা হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কুরআন  শতাব্দীর বরেণ্য আলেমে দ্বীন, শাইখুল হাদিস জৈনপুরী পীর সাহেব,আল্লামা সাইয়্যেদ মুফতি ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মহা-পরিচালক, আল্লামা শায়েখ সাজিদুর রহমান। বাংলাদেশে  তাহরেকী খাতমে নুবুওয়্যাতবের প্রচার সম্পাদক, হযরত মাওঃ এনামুল হক আজাদী প্রমুখ।
 ইসলামিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া  সদর  উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট  লোকমান হোসেন,  ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার প্যানেল মেয়র ও কাজীপাড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক  মীর মোঃ শাহীন। মাহফিল পরিচালনায় ছিলেন,কাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কিতাব আলী মিয়া সরদার, সাধারণ সম্পাদক, খন্দকার শাহ নেওয়াজ, হাফেজ মাওঃ ইদ্রিস, হাফেজ মাওঃ নুরুল ইসলাম, মাওঃ সৈয়দ আশরাফুল রহমান আসাদী।
ইসলামিক মহাসম্মেলনে হাজারো মানুষের ঢল দেশ ও জাতির কল্যাণে সারাদেশের কবরবাসীসহ কাজীপাড়া কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায়  মা-বাবাকে স্মরণ করে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com