স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় কনজাংটিভাইটস বা চোখ উঠা রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। জেলার বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ ও শিশুরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য আসছে।
আজ শনিবার সকালে সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে দীর্ঘ সারি। হাসপাতাল কৃর্তপক্ষ জানিয়েছে, প্রতিদিন গড়ে ২০/২৫ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। ডাক্তাররা সকাল থেকেই রোগী দেখছে।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, হঠাৎ করে চোখ লালছে রং ধারণ ও ব্যাথা অনুভব করায় কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে। তাই চিকিৎসকের পরার্মশ নিতে এসেছেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চক্ষু বিশেজ্ঞ ডা: আমির উল্লাহ্ বলেন, কনজাংটিভাইটস বা চোখ উঠা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সংক্রামক দুর করতে আক্রান্ত রোগী সবসময়ই কালো চশমা পড়ার পাশাপাশি খোলা হাতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
এছাড়াও রোগীর ব্যবহার্য জিনস অন্য কেউ ব্যবহার করবে না। সে সাথে যেসব খাবারে এলার্জি আছে তা পরিহার করতে হবে।