যত সময় লাগুক সাগর-রুনি খুনের সাথে প্রকৃত জড়িতদের ধরা হবে- আইনমন্ত্রী।

আখাউড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 2 February 2024, 98 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যতক্ষণ সময় লাগুক সাংবাদিক দম্পতি সাগর – রুনি খুনের সাথে প্রকৃত জড়িতদের ধরা হবে। সেজন্য আপেক্ষিক অর্থে বলা হয়েছে ৫০ বছর সময় লাগলেও সুষ্ঠ তদন্ত ও প্রকৃত অপরাধীদের ধরা হবে।

তিনি এ সময় আরো বলেন বিভিন্ন দেশে ৪২ বছর পর খুনের মামলার আসামী ধরা আর ২৪ বছর পর রহস্য উন্মেচনের উদাহরণও আছে। সাগর -রুনি হত্যা মামলায় পুলিশ চেষ্টা করেও প্রকৃত আসামীদের তদন্তে ধরতে পারছে না। সেজন্য তদন্তে সময় লাগছে। তদন্ত যাতে বন্ধ না হয় সেজন্য যতক্ষণ পর্যন্ত অপরাধীদের ধরা না হবে ততদিন পর্যন্ত তদন্ত চলবে।

তিনি আজ শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবািকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com