ইঞ্জিন সংকটের কারনে জালালাবাদ ট্রেন…
13 February 2022,
98627 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মো. কাউছার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরের দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. কাউছার মিয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে। সে জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরণ মামলার রয়েছে। এই মামলার পলাতক আসামি ছিলেন তিনি। গ্রেফতার পর তাকে আদালতে পাঠানোর হয়েছে।