শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঞা

ব্রাহ্মণবাড়িয়া-সদর, শিক্ষাঙ্গন, 6 June 2022, 25652 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়া সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঞা।

গত ২৮ মে ঢাকার পল্টনে ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তেন এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইবুন্যালের চেয়ারম্যান বিচারপতি এম. ফারুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াসিউজ্জামান লেলিন, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল খায়ের মোহাম্মদ নুরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম ফরিদ উদ্দিন চৌধুরী।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঞা বলেন, এই সম্মাননা এওয়ার্ড আমার শিক্ষকতার জীবনে একটি বড় অর্জন। এই প্রাপ্তি শিক্ষাক্ষেত্রে আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। আমি আমার এই অর্জন সকল শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থীসহ সকলের প্রতি উৎসর্গ করলাম।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com