স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেছেন, যারাই পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
রবিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শহরের কান্দিপাড়ায় একটি পুকুরের পাড় থেকে গৃহস্থালির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
অভিযানকালে তিনি মহল্লার সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের যত্রতত্র জায়গায় বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে আহব্বাহ জানান। পরে তিনি শহরের কাউতলীস্থ সৌধ হিরণ্ময় এলাকায় অভিযান পরিচালনা করেন।
পরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।