বজ্রপাতে প্রাণহানি রক্ষায় নদীর তীরে তালগাছ রোপণ

সারাদেশ, 29 August 2023, 157 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক 

ভূমিক্ষয় রোধ এবং ভূগর্ভস্থ জলস্তর ও মাটির উর্বরতা রক্ষায় রাজধানীর পূর্বপ্রান্তে বালু নদীর তীরে তালগাছের দুই শতাধিক বীজ রোপণ করেছে পরিবেশ সংরক্ষণে অগ্রণী তিন সংগঠন। মঙ্গলবার সকালে ঢাকার খিলগাঁওয়ে বালু নদীর পাড়ে এই বীজ রোপন করা হয়।

এর আগে কায়েতপাড়ায় বালুপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘নদী ও প্রাণ প্রকৃতি সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদেরকে তালের বীজের সাথে পরিচয় করিয়ে দেন নদী-প্রকৃতি রক্ষার সংগঠন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস।

এ সময় সুমন শামস বলেন, অপরিকল্পিতভাবে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কটার কারণে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানি বেড়েছে। পাখিদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। পাখিদের মন ভালো নেই তাই আমাদেরও মন ভালো নেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

ইনিশিয়েটিভ ফর পিস সংস্থার চেয়ারম্যান এড. শফিকুর রহমান পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে বাঁচতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে তালের বীজ রোপণের আহবান জানান। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, যথেচ্ছ বৃক্ষনিধন বন্ধ করে বনজ, ফলজ ও ওষধি গাছ লাগাতে হবে।

নোঙর ট্রাস্ট সদস্য নজীর আহমদ সিমাব, ফজলে সানি, কায়েতপাড়া বাজার মালিক সমিতির সদস্য রফিকুল ইসলাম হিরু, খলিলুর রহমান, শহিদুল ইসলাম খান প্রমুখ। তাদের বক্তব্যে আগামী প্রজন্মের জন্য সবুজ বিশ্ব রেখে যেতে বৃক্ষরোপণের আহবান জানান। শিশু শিক্ষার্থীরাও এ দিন বিদ্যালয়ের সীমানা ঘেঁষে তালগাছের বীজ রোপণ করে। এদিকে  এ কর্মসূচিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে সংগঠনগুলো ।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com