দুই চাউল পাইকারি দোকানদার কে ২৫ হাজার টাকা জরিমানা

আইন-আদালত, ব্রাহ্মণবাড়িয়া-সদর, 2 June 2022, 25821 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

চালের বাজার দর সহনশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালয়ের অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবার বিকেলে জেলার মধ্য পাড়া বর্ডার বাজারে অভিযান চালানো হয়। এ সময় মজুদের লাইন্সেন না থাকায় মা-বাবার দোয়া ও আলম ট্রেডাস নামে দুটি পাইকারি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে সহকারি কমিশনার ভূমি ব্রাহ্মণবাড়িয়ার সদর সাইফÑউল-আরেফিন জানান, দুটি চালের দোকানে মজুদের লাইন্সেন না থাকায় ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

এ ছাড়া আশপাশের দোকানগুলো চালের মজুদ যাচাই করা হয়েছে। এর আগে শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে দুটি দোকানকে আর্থিক জরিমানা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন জানান, আমরা চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করছি। চালসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com