সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত ২৭টি দোকান উচ্ছেদ

আইন-আদালত, কসবা, 1 June 2022, 25837 বার পড়া হয়েছে,

কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত ২৭টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব সরকারের নেতৃত্বে উপজেলার দেলী বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব সরকার বলেন, একটি প্রভাবশালী চক্র উপজেলার দেলী বাজারে ১৫ শতক সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে দোকান নির্মান করে ব্যবসা করে আসছিল।

মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে দেলী মৌজার ১৪৬৮ দাগের ১৫ শতক সরকারি খাস জায়গায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ২৭ টি দোকান উচ্ছেদ করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত জায়গায় উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী-পাতাইসার ইউনিয়ন ভূমি অফিস নির্মান করা হবে

Social Media Auto Publish Powered By : XYZScripts.com