তরী বাংলাদেশের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 7 June 2024, 60 বার পড়া হয়েছে,
তরী বাংলাদেশের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ডেস্ক নিউজ

করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” 

প্রতিপাদ্যকে সামনে রেখে নদী প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘ তরী বাংলাদেশ” এর আয়োজনে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৪। 

বৃহস্পতিবার,  (০৬ জুন) দিবসটি উপলক্ষ্যে জেলা শহরের বঙ্গবন্ধু স্কায়ার  থেকে জেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য সচেতনতা র‌্যালি শেষে  ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে নদী ও প্রকৃতি সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো.বিল্লাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের পরিচালক মো. মনির হোসেন, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা পরিষদ সদস্য রোমানুল ফেরদৌসী,  হাকিম রেজা। উক্ত সভায় সভাপতিত্ব করেন তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ।
অনুষ্ঠানে অতিথি বক্তারা পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা,গুরুত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. বিল্লাল মিয়া ‘তরী বাংলাদেশ’ এর সকল কাজে পাশে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নদী,খাল,জলাশয় রক্ষা তথা পরিবেশ রক্ষায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
‘তরী বাংলাদেশ’ আহবায়ক শামীম আহমেদ বলেন  পরিবেশ রক্ষায় নদী-প্রকৃতি সুরক্ষার বিকল্প নেই।পরিবেশ তথা আমাদের জীবনের স্বার্থে  সারাদেশের নদী-খাল দখল দূষণ মুক্ত রাখা জরুরি।
 তিনি আশাবাদ ব্যক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নদী-খাল-জলাশয় রক্ষায় অন্যান্য সংস্থার পাশাপাশি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য গণ আরো কার্যকর  ভূমিকা রাখবেন।
আব্দুল মতিন শিপন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘তরী বাংলাদেশ’ আহবায়াক কমিটি সদস্য খালেদা মুন্নী।
বক্তব্য  রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য হৃদয় কামাল, সরাইল উপজেলা আহবায়ক মো. মাহবুব খান,  বিজয়নগর উপজেলা তরী সদস্য মো.সাদেকুল ইসলাম ভূইয়া, শাহ আবুল মনসুর আল-আমীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ সদস্য খাইরুজ্জামান ইমরান, নাফিস আহমেদ সেলিম,  সুশান্ত পাল,নাজমুল খান, শিপন কর্মকার, শিরিন আক্তার,  নাজমা আক্তার, আব্দুল হেকিম সহ প্রমূখ।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com