অসহায় মানুষের সাথে ঈদ ভাগাভাগি করে পালন করা আনন্দের -লেঃ কর্নেল আরমান আরিফ

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, 8 April 2024, 114 বার পড়া হয়েছে,

ডেস্ক নিউজ

পবিত্র ঈদ-উল-ফিতর ও রমজান মাসের উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সোমবার (৮ এপ্রিল ) বিকেলে উপজেলার চাউড়া সানাউল হক ডিগ্রী কলেজ মাঠে ১০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সয়াবিন তৈল, আলু এবং ইফতার ও রাতের খাবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি)।

এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিজিবি’র অন্যান্য অফিসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি) বলেন, সমাজের অসহায় মানুষদের সাথে ঈদ ও রমজান মাসের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড সব সময় এই আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমরা সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে আনন্দ পাই। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com