প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 14 February 2024, 116 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা।

এ উপলক্ষে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাস বিষয়ক পরামর্শক মোঃ এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মোঃ তৌফিকুজ্জামান ও মোঃ কাশেম মিয়া।

আলোচনা সভা শেষে ডিআইজি নূরে আলম মিনা বলেন, প্রবাসীদের গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টা হটলাইনে সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু হয়েছে।

এই ডেস্কের মাধ্যমে দ্রæত সময়ে রেমিটেন্সযোদ্ধাদের আইনি সহায়তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে তাদের আর হয়রাণি হতে হবে না। মূলত পুলিশ ও প্রবাসীদের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করতেই বাংলাদেশ পুলিশ এই উদ্যোগকে আরো জোরদার করেছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com