সংসদ বাতিল ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবীতে বিএনপির কালো পতাকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 30 January 2024, 154 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, সংসদ বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়া কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে শহরের কান্দি পাড়া এলাকা থেকে কালো পতাকা হাতে একটি মিছিল বের করে তারা। পরে মিছিলটি মাদ্রাসা মোড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আসাদুজ্জামান শাহীন, সাবেক শিশু বিষয়ক সম্পাদক আল আমিন লিটন, কুমিল্লা বিভাগীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক দলোয়ার হোসেন দিলিপ, জেলা ছাত্রদলের আহŸায়ক শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ দলের নেতাকর্মীরা।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে গত ৭ জানুয়ারীর জতীয় সংসদ নির্বাচনকে বর্জন করেছে। এটি একটি ডামি নির্বাচন। তাই এই নির্বাচন বাতিল করে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবী জানান তারা।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com