মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 25 January 2024, 112 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

মাদক কে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বেহাইর গ্রামে ছাত্র-উলামা পরিষদ নাটাই উত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে আম্বরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা আলী আজম কাসেমী।

মাওলানা আলী আজমের সভাপতিত্বে ও মুফতি জুবাইর সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবু সাঈদ, মুফতী আবু সাঈদ কাসেমী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। তাই মাদককে না বলুন এবং মাদকের বিরুদ্ধে সবাই রুখে দাড়ান।। যুব সমাজ যেন কোন প্রকার মাদক সেবন না করতে পারে সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। আমরা মাদকের বিরুদ্ধে আছি। সভায় সংগঠনের সকল সদস্য সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্তিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com