ময়লা ফেলে পুকুর ভরাটের দায়ে দুইজনকে কারাদন্ড

আইন-আদালত, ব্রাহ্মণবাড়িয়া-সদর, 24 January 2024, 87 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ময়লা-আবর্জনা ফেলে পুকুর ভরাট করার দায়ে দুইজনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন শহরের কুমারশীল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মালিহাতা গ্রামের আবু বকর ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের নোয়াপাড়ার শান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমারশীল মোড়ের একটি হোটেলের ময়লা-আবর্জনা ফেলে হোটেলের পেছনের একটি পুকুর ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন সেখানে অভিযান চালিয়ে হোটেলের দুই কর্মচারিকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনি দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, হোটেলের ময়লা-আবর্জনা ফেলে হোটেলের পেছনের একটি পুকুর ভরাট করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com