ইতিহাস পাল্টে দিলাম-মোঃ আঃ কুদদূস

সাহিত্য, 14 January 2024, 655 বার পড়া হয়েছে,

ইতিহাস পাল্টে দিলাম।

লেখক ও কবি -মোঃ আঃ কুদদূস

কনকনে শীতের দিনে
ঘন কুয়াশায় অন্তরালে
সাদাকালো চাঁদ আর প্রচ্ছন্ন সূর্য
মৌনতার হাসি হেসে
তেলিয়াপাড়া চা বনে জানান দেয়
পৃথিবীতে আমরাও ছিলাম।

পৃথিবী থাকার জায়গা নয়
তবুও তারা বলে
আমরা সবুজ বৃক্ষ বুনে
ইতিহাস পাল্টে দিলাম।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com