সবই হয়তো বিধাতার খেলা-মোঃ আঃ কদদূস

সাহিত্য, 21 December 2023, 806 বার পড়া হয়েছে,

সবই হয়তো বিধাতার খেলা

 

লেখক ও কবি মোঃ আঃ কদদূস

 

কবে এই ভবে বাঁধব মায়ার বাসা

বুকের ভিতর শুধু সেই আশা
আশায় আশায় কেটে যায় বেলা
এরপর একদিন রাতে দেখি সব অবহেলা
রক্তাক্ত হৃদয় পুড়ে হয় ছাই
পরিশেষে আর কিছু বাকি নাই
যা ছিল একটু জল
সব টলমল

শুকিয়ে শেষ যেন শীতার্ত সাংগু নদী
মরুভূমির মতো মরীচিকা বইছে নিরবধি

আসলেই এই জগৎ — মেঘবৃষ্টির খেলা
কোথাও আনন্দ মেলা
কোথাও বা হেলাফেলা
সবই হয়তো বিধাতার খেলা

Social Media Auto Publish Powered By : XYZScripts.com