প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, 20 December 2023, 107 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শফিনুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে শিবপুর ইউনিয়নের বাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শফিনুর বাগাউড়া গ্রামের হাফেজ মিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বড় ভাই রুবেল ও আব্দুর রহমান বন্ধু ছিলেন। গত শুক্রবার তাদের দু,জনের মাঝে কথা কাটির এক পর্যায়ে মারামারি হয়। এরই জেরে রুবেলের ভাই শফিনুর রহমান জিজ্ঞাসার জন্য আজ রাতে ফয়জুর রহমানের বাড়িতে যায়। পরে ক্ষিপ্ত হয়ে ফয়জুর রহমান ও তার ভাই আব্দুর রহমান মিলে শফিনুরের উপর অতকির্ত হামলা করে। পরে এক পর্যায়ে ছুরিকাঘাত করলে শফিনুর গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শফিনুর রহমানকে মৃত ঘোষণা করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com