আ’লীগসহ ১১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, নির্বাচনের প্রতিদ্বন্ধিতায় ৩৫ প্রার্থী চূড়ান্ত

ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 17 December 2023, 91 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার প্রত্যাহারের শেষদিনে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তারা প্রত্যাহারপত্র জমাদেন। এরমধ্যে আওয়ামীলীগের ১ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টির ৬জনসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। এতে করে জেলার ৬ টি নির্বাচনী আসনে ৩৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতার জন্য চুড়ান্ত হয়েছেন।

প্রত্যাহার করা ১১ জন প্রার্থীরা হলেন,
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে জাকের পার্টির মোঃ জাকির হোসেন চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাকের পার্টি জহিরুল ইসলাম জুয়েল ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিÑকাজী মাসুদ আহম্মেদ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে জাকের পার্টির সেলিম কবির ও জাতীয় পার্টির মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে জাকের পার্টির মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির তারেক এ.আদেল।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে জাকের পার্টির মোঃ জামসেদ মিয়া ও জাসদের এডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন সাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে জাকের পার্টি মোঃ আব্দুল আজিজ।

এদিকে নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্ধিতার জন্য মাঠে রয়েছেন ৩৫ জন প্রার্থী। তারা হলেন,

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে, আওয়ামীলীগ-বর্তমান সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির মোঃ শাহানুল করিম, স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ.কে এমরামুজ্জামান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-মোঃ ইসলাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী-আব্দুল মান্নান।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে, স্বতন্ত্র বিদ্রোহী মঈনউদ্দিন মঈন, জাতীয় পার্টি অ্যাডভোকেট আবদুল হামিদ, জাতীয় পার্টি-মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, স্বতন্ত্র প্রার্থী-এডঃ মোঃ জিয়াউল হক মৃধা, বাংলাদেশ তরিকত ফেডারেশন-ছৈয়দ জাফরুল কদ্দুছ, তৃনমূল বিএনপি-মাইনুল হাসান, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ রাজ্জাক হোসেন, ইসলামী ঐক্যজোটের মোঃ আবুল হাসনাত।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে, আওয়ামীলীগ-বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ইসলামী ফ্রন্ট-সৈয়দ মোঃ নূরে আজম, জাসদ-মোঃ আব্দুর রহমান খান ওমর, বাংলাদেশ খেলাফত আন্দোলন-মাওলানা মজিবুর রহমান হামিদি, ন্যাশনাল পিপলস পার্টি-সৈয়দ মাহমুদুল হক আক্কাস, বাংলাদেশ সুপ্রীম পার্টি-সোহেল মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-জামাল রানা ও স্বতন্ত্র বিদ্রোহী-ফিরোজুর রহমান ওলিও।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে, আওয়ামীলীগ-আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুছ।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে, আওয়ামীলীগ-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল,স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী- ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ, জাতীয় পার্টি-মোবারক হোসেন দুলু, ইসলামী ঐক্যজোট মেহেদী হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টি-মো. জামাল সরকার, বাংলাদেশ তরিকত ফেডারেশন-ছৈয়দ জাফরুল কদ্দুস, তৃণমূল বিএনপি-মুফতী হাবিবুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে, আওয়ামীলীগ-বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলাম, জাতীয় পার্টি-অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টি-কবির মিয়া, ন্যাশনাল পিপলস পার্টি-সফিকুল ইসলাম।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com