স্বপ্নটা মারা গেছে – মোঃ আঃ কুদদূস

সাহিত্য, 15 December 2023, 121 বার পড়া হয়েছে,

স্বপ্নটা মারা গেছে

 

লেখক ও কবি মোঃ আঃ কুদদূস

 

রাত্রি একদিন বলেছিল আমায়
স্বপ্নটা মারা গেছে
আমি তো সে কথাই জানি

তারপর স্বপ্ন আর আসে নি
স্বপ্নটা আর নাই
আমি তো সে কথাই মানি

মানুষ চিরদিন বাঁচে না
গোধূলি নামে জীবনে
কেউ কারো আপন থাকে না

রাত্রির কথায় ভুল থাকে না
সবাই তো তাই জানে
স্বপ্নে আর আসে না সুধা বাণী।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com