কাজীপাড়া আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া-সদর, রাজনীতি, 6 December 2023, 99 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় কাজীপাড়া ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের কাজীপাড়া কাজী মাহমুদ শাহ মাজার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

কাজীপাড়া ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. লোকমান হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাসান সারোয়ার, পৌরসভার প্যানেল মেয়র- ৩ ও ৮নং ওয়ার্ড কাজীপাড়ার কাউন্সিলর মীর মোঃ শাহীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুল করিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিকল্প কেউ নেই। কাজীপাড়ার মানুষ সবসময় মোকতাদির চৌধুরী ও আওয়ামীলীগের পাশে ছিলো। এসময় বক্তারা আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো মোকতাদির চৌধুরীকে বিজয়ী করার আহবান জানায়।

এসময় মতবিনিময় সভায় কাজীপাড়ার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com