সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন (ব্রাহ্মণবাড়িয়া-৩) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া-সদর, রাজনীতি, 1 December 2023, 109 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দলের সিনিয়র নেতাদের নিয়ে তিনি এই মতবিনিময় করেন।

এ সময় মোকতাদির চৌধুরী বলেন, সংবিধান রক্ষায় নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ না এলে আদর করে আনা যায়না।

তবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পদ্ধতি বজায় রাখা প্রত্যেকের নাগরিক দায়িত্ব। নির্বাচন কমিশন সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। সে সাথে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপ উচ্ছাস ও আনন্দ রয়েছে। তিনি আসন্ন নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকসহ সকল জনগনের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com