ইঞ্জিন সংকটের কারনে জালালাবাদ ট্রেন…
13 February 2022,
92921 বার পড়া হয়েছে,
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ.কে একরামুজ্জামন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মো: শাহগীর আলমের কাছে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন তিনি।
সম্প্রতি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বিশ্বাসঘাতক অভিহিত করে দল থেকে বহিষ্কার করে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নিজ জায়গা থেকে বিশ্বাসঘাতক বলতেই পারে, আমি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়ে নির্বাচনে এসেছি।
নির্বাচনে অংশগ্রহণের চাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে একরামুজ্জামান জানান, তার উপর অন্য চাপ না, তবে এলাকার জনগনের চাপ ছিল।