ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

ব্রাহ্মণবাড়িয়া, 16 November 2023, 102 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষণার আলোকে জেলা শাখার নেতৃবৃন্দ এই কর্মসূচী পালন করে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম, বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সভাপতি সৈয়দ আনোয়ার আহমেদ লিটন প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার চুরি করে ক্ষমতা ব্যবহার করে আবারো ক্ষমতায় থাকতে চায়। তবে মনগড়া তফষিল ঘোষনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে থাকার কথা ভুলে যেতে হবে। কারণ এ দেশের মানুষ ফুসে উঠেছে। এ সময় তারা নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে বলেন, ইন্তেকাল কমিশন দিয়ে এদেশে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না। তাই সংগঠনের মুহতারাম আমীরের ঘোষনা এলেই যেকোনভাবে একতরফা নির্বাচন প্রতিহত করা হবে।

সভাশেষে দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com