ফুটবল খেলা নিয়ে দ্বন্দের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 4 November 2023, 117 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দের জেরে মোঃ শফিক (২৫) নামে এক ট্রাক চালক খুন হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিক ঘাটুরা গৌতম পাড়া এলাকার ধন মিয়ার ছেলে। নিহতের পরিবার জানায়, গতকাল শুক্রবার ফুটবল খেলা নিয়ে একই এলাকার আলমের ছেলের সাথে শফিকের চাচাতো ভাইয়ের ঝগড়া হয়।

পরে দু’পক্ষের লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। আজ সন্ধ্যায় শফিক ঘাটুরা এলাকার একটি পাম্পে বসা ছিল। এ সময় গ্রামের কাসম আলীর ছেলে জামান তার ভাতিজা রিয়াদসহ কয়েকজন মিলে শফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শফিককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com