
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ১৪টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতা। এছাড়া এক পরিবারকে টিনশেড ঘরও দেওয়া হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শ্রাবণ ইসলাম শুভ ও দপ্তর সম্পাদক শরীফ উদ্দিন ফাহাদ। বাকি পরিবারগুলোর হাতে আজ সহায়তা তুলে দেয়া হবে।
খাদ্য সহায়তার মধ্যে ছিল- ১ লিটার করে তেল, ১ কেজি করে আলু, পেঁয়াজ, ডাল, আটা, মুড়ি ও চিড়া।
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ব্রাহ্মণবাড়িয়া (সদর ও বিজয়নগর) সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির দিকনির্দেশনায় এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও টিনসেড দেওয়া হয়।
ছাত্রলীগ বড় বড় দূর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। তিনি সহায়তা কার্যক্রমে এগিয়ে আসায় ওই দুই নেতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।