নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি আলোচনা সভা

ধর্ম, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, 28 September 2023, 1190 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, অধ‍্যক্ষ মোঃ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসাইন, হাজী কানু মিয়া, হাজী বাচ্চু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মাওলানা রাশেদুল হাসান, ক্বারী আব্দুল বাছির, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু, বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন মসজিদের খতিব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, স্কুল গেইট থেকে জশনে জুলুছের র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এসময় ধর্মপ্রাণ আশেকে রাসুল (সাঃ) মুসল্লিরা নানা রঙ-বে-রঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে শ্লোগান দিতে থাকে। এতে মুখরিত হয়ে উঠে পুরো নবীনগর শহর।

বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও জীবনী সম্পর্কে বিশদ আলোচনা করেন। এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী

Social Media Auto Publish Powered By : XYZScripts.com