যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রবীণ মুরব্বীদের ফুটবল প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত

খেলাধুলা, ব্রাহ্মণবাড়িয়া, 25 September 2023, 103 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

কাউন্সিলর মীর মোঃ শাহীন সমর্থন গোষ্ঠীর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় এ প্রথম প্রবীণ মুরব্বীদের নিয়ে ফুটবল প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে, যুবকরা যেন মাদক, খারাপ পথ ও বাজে আড্ডা ছেড়ে খেলাধুলায় মনোযোগী হয়, এ ব্যতিক্রম খেলার আয়োজন করা হয়।

হাজার হাজার নারী, পুরুষের উপিস্থিতে ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ঘঠিকায় জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ গ্রহন করা ষাট বছরের উপরে প্রবীণ মুরব্বীদের মাঝে উৎসাহ উদ্দিপনার কমতি ছিলনা। ৩০ মিনিটের খেলায় মাঠের চারদিক আনন্দ মুখোর পরিবেশে এক মিলনমেলা সৃষ্টি হয়।

৮নং ওয়ার্ড কাজীপাড়া কাউন্সিলর ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র-৩ মীর মোঃ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন উপস্থিত থেকে বলেন,কাউন্সিলর মীর মোঃ শাহীনকে ধন্যবাদ জানায় এ ব্যতিক্রম একটি খেলা উপহার দেয়ার জন্য।

ব্রাহ্মণবাড়িয়ায় এ প্রথম যুবকদের খেলায় উৎসাহ যোগাতে প্রবীন মুরব্বীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ এর প্রিন্সিপাল মোস্তফা কামাল, বিশিষ্ট ঠিকাদার সমাজ সেবক মোঃ তারিক মাহমাুদ তুহিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেনিন, মোঃ মহসিন মিয়া, হিরন মিয়া সরদার, হাজী সিরাজ মিয়া প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন, মুছা মিয়া, খাদেম আফজল, মোঃ সাচ্চু মিয়া।

খেলায় সবুজ দলে অংশ গ্রহন করেন কিতাব আলী সরদার, শেখ মোঃ কামাল, মোঃ হারেজ মিয়া, মোঃ বাছির মিয়া, শেখ মোঃ জামাল, হাজী মোঃ মুসলিম মিয়া, মোঃ বাহাউদ্দিন মিয়া, মোঃ সফু মিয়া, মোঃ কাজল মিয়া, মোঃ কবীর মিয়া, মোঃ নান্নু মিয়া,হাজী মোঃ কমর উদ্দিন, নীল দলে অংশ গ্রহন করেন, শাহ মোঃ আফরোজ, মোঃ হাফিজুর রহমান, মোঃ শাহ মোঃ ফিরোজ, খন্দকার ফিরোজ মিয়া,শাহ মোঃ শিরু মিয়া, মোঃ রতন মিয়া, মোঃ আলী মিয়া, মোঃ মিনু মিয়া, মোঃ মুছা মিয়া প্রমুখ। খেলায় সবুজ দল ২-০ গোলে নীলদকে পরাজিত করে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com