স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের মূলহোতা ছাবিদুল মিয়া (২৪) সহ ০৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ । শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়নের মাগুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়। রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য র্যাব-৯।
গ্রেফতারকৃত হলেন, হবিগঞ্জ আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ খায়স্তপাড়া এলাকার মৃত উসমান উল্লাহ ছেলে ছাবিদুল মিয়া (৩৫), মোঃ বাবুল মিয়া (৩৭), একই উপজেলা পশ্চিমবাগ ধানআটি এলাকার আব্দুল হাসিম ছেলে মোঃ রুবেল মিয়া (৩০), হবিগঞ্জ লাখাই থানার সজনগ্রাম আয়নারটুক এলাকার মোঃ শহিদুল্লাহ ছেলে মোঃ মোস্তফা বাবু, হবিগঞ্জ বানিয়াচং থানার বানিয়াচং আদমকানি এলাকার মোঃ শামা মিয়ার ছেলে সুমন (৪২) ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বাগদিয়া আগুন্নেবাড়ী এলাকার আব্দুল আউয়াল ছেলে মোঃ চুনু মিয়া (২৫) একই উপজেলার কৈচাপাড়া এলাকার তাজুল ইসলাম ছেলে রাষ্টু মিয়া (৩২),সোনামোড়া চৌধুরী বাড়ী এলাকার সামছুদ্দিন চৌধুরী ছেলের মোঃ সুমন মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়নের মাগুরা এলাকায় অভিযান চালায় র্যাব-৯ সদস্যরা। ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের মূলহোতা ছাবিদুল মিয়া (২৪) সহ ০৮ জনকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ০২ টি রামদা, ০১ টি ছুরি, ০১ টি লোহার পাত, ০৩ টি পাঞ্চা, ০৮ টি মোবাইল ও নগদ ৯৮০২ টাকা উদ্ধার করা হয়।
পরে আসামেদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে ডাকাতির বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।