আখাউড়া -আগরতলা রেলপথ পরিদর্শন

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, 2 September 2023, 126 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

আগামী ৯ সেপ্টেম্বর বহুল কাঙ্খিত আখাউড়া-আগরতলা রেলপথটি উদ্বোধনের লক্ষে সবধরনের প্রস্তুতি নিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টর। শনিবার দুপুরে প্রকল্পের কাজ পরিদর্শন করে রেলওয়ের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইয়াছিন।

আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি আখাউড়া-আগরতলা রেলপথটি উদ্বোধন করার কথা রয়েছে।

প্রতিনিধি দলের সদস্যরা আখাউড়া-আগরতলা রেলপথের প্রারম্ভিক স্টেশন আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে ট্র্যাক কারে করে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া বলেন, প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এটি উদ্বোধন হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com