প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন- আইনমন্ত্রী

কসবা, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 2 September 2023, 140 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে আগে মিসকিন বলা হতো। তলাবিহিন ঝুড়ি আখ্যায়িত করা হয়েছিল বাংলাদেশকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। এদেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

তিনি আজ শনিবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ছোটখাট বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কষ্ট করে বাংলাদেশ আওয়ামীলীগকে সংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় গিয়ে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করেছেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া নিজে দুর্নীতিগ্রস্থ হওয়ায় বলেছিলেন পদ্মা সেতুদিয়ে গাড়ি চলবে না, সেতু ভেংগে পরবে। অথচ এখন তারাাই গাড়ি নিয়ে যায়। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের টাকায়, মানুষের উন্নয়নের জন্য কাজ করেন।

সভায় বায়েক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার করিম শাহরিয়া ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম.জি হাক্কানী প্রমুখ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com