স্ত্রী হত্যার ঘটনার স্বামীর ফাঁসির আদেশ

আইন-আদালত, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, 7 August 2023, 124 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের ঘটনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মোঃ রাসেল মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ শারমিন নিগারের আদালত এ রায় দেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয়।

ফাঁসির দন্ডপ্রাপ্ত রাসেল মিয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির চন্ডিদ্বার খিরনাল গ্রামের আবু তাহেরের ছেলে। হত্যাকান্ডের পর থেকেই ঘাতক রাসেল পলাতক রয়েছে।

আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদন ও নথিপত্র থেকে জানা যায়, ২০১৩ সালে জেলার কুটি ইউনিয়নের রামপুর গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে সুমা আক্তার (২৫) কে বিয়ে করেন রাসেল মিয়া। বিয়ের পর থেকে রাসেল মিয়া বিভিন্ন সময় সুমাকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করছিল।

এক পর্যায়ে সুমার উপর অমানুষিক নির্যাতন চালালে সে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকেই ক্ষুব্ধ ছিল স্বামী রাসেল। ২০১৫ সালের ৪ অক্টোবর সন্ধ্যার পর সুমা বাবার বাড়িতে খাবার পেয়ে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় রাসেল এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন সুমার বাবা বাদি হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com