বিকট শব্দে মাটির নীচে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

কসবা, ব্রাহ্মণবাড়িয়া, 3 August 2023, 144 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি জমির বিদ্যুতের খুঁটির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মাটির নীচ থেকে আগুন বের হতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলার কসবা-কুটি চৌমুহনী সড়কের বিশারাবাড়ী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত ঈদুল আযহায় ওই গ্রামে জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে গ্রামবাসী ঘটনাস্থলে ওই চামড়া পুতে ফেলেন। ধারণা করছেন ওই পুতে রাখা পশুর চামড়া পঁচে গ্যাস সৃষ্টি হয়ে বদবুদ আকারে উদগীরন হতে থাকে। কোন কারণে আগুনের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোরবানীর পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরিত হয়েছে। তবে কসবা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। তাই এ বিষয়ে সালদা ও বাখরাাবাদ গ্যাস কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিষ্ফোরণের ঘটনাটি পশুর চামড়া পচে নাকি প্রাকৃতিক গ্যাসের কারনে হয়েছে তা যাচাই বাছাই করা হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com