দুইদিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র নিয়ামুল

ব্রাহ্মণবাড়িয়া-সদর, 10 July 2023, 188 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় মোঃ নিয়ামুল ইসলাম (০৯) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৯ জুলাই রবিবার বিকেলে ৪টা সময় তার শিক্ষা প্রতিষ্ঠান কাজীপাড়া জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা কারিগরি শিক্ষা মাদ্রাসা থেকে বের হলে আর ফিরে আসেনি।

নিখোঁজ নিয়ামুল নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার দেওভোগ গ্রামের মোঃ রহিতুল ইসলামের ছেলে। রহিতুল ইসলাম তার সহ পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়ায় বসবাস করেন।

নিয়ামুলের বাবা রহিতুল ইসলাম জানান, তার ছেলে গায়ে পড়ানো ছিল আকাশের রঙ্গের জুব্বা পাঞ্জাবি টুপি। সে আদর্শ নুরানী বিভাগের ক গ্রুপের ছাত্র। প্রতিদিন বিকেলে খেলার সুযোগ দেওয়া হতো মাদ্রাসা ছাত্রদেরকে।

গতকাল ০৯ (জুলাই) রবিবার বিকেলে খেলাধুলার সময় দেওয়া হলে সময় শেষে সকল ছাত্ররা মাদ্রাসায় ফিরলে আমার ছেলে ফিরিনি। অনেক খোঁজাখুঁজি পরও তাকে আমরা খুঁজে পাইনি।

এই সময় নিখোঁজ নিয়ামুলের বাবা কোন হৃদয়বান ব্যক্তি যদি তার ছেলে খুঁজে পাই তাহলে তার ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানালেন।

মোবাইল: ০১৭৭৭৪১৮৭৯৭