মদিনা মসজিদের কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া, 10 June 2023, 167 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মালিকানাধীন জমিতে স্থাপিত মদিনা মসজিদের কার্যকরী নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পূর্বে উপস্থিত মুসুলি­গণের মতামত ও আলোচনাক্রমে উক্ত কমিটি গঠন করা হয়।

 

কমিটিতে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত করা হয়েছে পৌর মেয়র মিসেস নায়ার কবির।

 

কমিটির অন্যান্যরা হলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী সিনিয়র সহ সভাপতি, কোর্ট রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ও প্রফেসর ফাইজুল করিম মনোয়ারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

উক্ত নবগঠিত ৪ সদস্য বিশিষ্ট কমিটি সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

উল্লেখ্য, নব গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করবেন।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com