জমি থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, 7 June 2023, 145 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অহিদ মিয়া (৫৭) নামের এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়বল্লা শ্মশান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অহিদ মিয়া ওই এলাকার মৃত লোফা মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, অহিদ মিয়া পেশায় একজন মৎস্য ব্যবসায়ি ছিলেন। বিভিন্ন পুকুরে মাছ চাষ করতেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাজে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। রাতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পান নি।

সকালে স্থানীয়রা তার মরদেহ কৃষি জমির ভেতরে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com