আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী, ক্যাম্পেইন ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া, 26 April 2023, 532 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী, মহাসড়কে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম।

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

সভায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলকে সচেতন হতে আহ্বাবান জানানো হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com