খাদ্য সামগ্রী ও সেলাই মেশিন পেল প্রতিবন্ধী মানুষরা

ব্রাহ্মণবাড়িয়া, 13 April 2023, 1811 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল উল-ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী মানুষের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া- প্রাঙ্গনে ‘প্রজেক্ট কিন ইন্টারন্যাশনাল’ এর উদ্যোগে ও ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের সভাপতি আসমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিতাস পাড়ের কৃতি কন্যা বিশিষ্ট শিক্ষাবিদ- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড -১) – ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া এর ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সমাজকর্মী এড. লোকমান হোসেন , বিশিষ্ট সমাজকর্মী এবং নারী নেত্রী এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, ইসলামপুর কাজী মোঃ শফিকুল ইসলাম ডিগ্রী মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুল ইসলাম, কাজী মোঃ রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমরান হোসেন, ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হেদায়েতুল আজিজ মুন্না , প্রজেক্ট কিন বাংলাদেশ ডিরেক্টর কাজী নিয়াজ ও তানভীর প্রমুখ।

পরে অতিথিরা ৮০ জন প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ৫ জন ব্যক্তির মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com