স্টাফ রিপোর্টার:
৫২ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার ৪ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা দাবী বাস্তবায়ন পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান ওলিও’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া, রুহুম আমীন ভুইয়া বকুল, ওয়াসেল সিদ্দিকী, আক্তার হোসেন সাইদ, সমাজসেবক তাজ মো: ইয়াছিন প্রমূখ।
সভায় মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে যে ভূমিকা রেখেছে তা চিরস্মরনণীয়। তারা সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।