মাদক নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ব্রাহ্মণবাড়িয়া, 19 March 2023, 5377 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ে বিরোধরে জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ^র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি ঢালী (১৭) জেলা শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রনি এবং রাজু দুইজনের বাড়ি ভাদুঘরে এবং তারা পরস্পর বন্ধু। তবে কয়েকদিন আগে রনি ও রাজুর মধ্যে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে রাজু শনিবার রাতে বিয়াল্লিশ^র এলাকায় রনিকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রনিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দ্রæত সময়ের মধ্যে ঘাতক রাজুকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গাছতলা গ্রাম থেকে আটক করেছে। সে ভাদুঘর এলাকার সাইদ মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com