তিতাস নদীতে নৌকা ডুবে নিহত ২

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, 1 March 2023, 7714 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরার মির্জাচর গ্রামের উমর ফারুকের ছেলে হাফেজ মোহাম্মদউল্লাহ্ (২২)। সে হাফেজিয়া পড়া শেষ করে একটি মসজিদে ইমামতি করতেন। অপর নিহত হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে রাত্রী চৌধুরী (১৫)। সে বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, একটি যাত্রীবাহি নৌকা ২০/২৫ জন নিয়ে নবীনগর থেকে তিতাস নদী দিয়ে পাশ্ববর্তী জেলা নরসিংদীর মির্জাচরে যাচ্ছিল। পথে নবীনগরের সীতারামুর গ্রাম অতিক্রম করার সময় নদীর মাঝখানে ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকাতে থাকা অন্যান্যরা সাতঁরে তীরে উঠলেও দুইজন পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com