অটো চালাত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী, অবশেষে..

আইন-আদালত, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, 4 February 2023, 9275 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার

২০১৫ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যবসায়ী শরীফ খাঁ (৪২) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ জাকির খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ভোর রাতে রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় আট বছর পর ধরে সে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত জাকির হোসেন উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর উত্তর পাড়া এলাকার আমানত খাঁর ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাকির সেখানে ছদ্মবেশে অটোচালক হিসেব জীবীকা নির্বাহ করছিল। অভিযান অব্যাহত আছে অপর পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলো আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com