৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

আইন-আদালত, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, 16 January 2023, 9335 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ আরাফাত (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প। রবিবার গভীর রাতে জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ সোমবার সকালে র‌্যাব ১৪ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, আরাফাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল খোলাপাড়া এলাকায় তল্লাশী চৌকী স্থাপন করে ব্যাপক তল্লাশী চালায়।

এ সময় তথ্যে পাওয়া একটি ইজিবাইকে তল্লাশী চালিয়ে হুটের উপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা টি বান্ডিল থেকে ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। শেষ কায়দায় লুকিয়ে রাখা টি বান্ডিল থেকে ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।