বিএনপির  নেতাদের জামিন বিষয়ে সরকারের কোন হস্তক্ষেপ নেই- আইনমন্ত্রী

আইন-আদালত, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 6 January 2023, 9939 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

বিএনপির মহাসচিব মির্জা ফকরুলসহ আটক জৈষ্ঠ নেতাদের জামিন বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে। এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই। সরকার বা সরকারের কোন মন্ত্রণায়লয় আদলতের মামলা হওয়া বা চলাকালীন কোন বিষয়েই হস্তক্ষেপ করেন না।

তিনি আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, এটর্ণি জেনারেলের কাছ থেকে শুনেছি যে, হাইকোর্টে যে জামিন দেয়া হয়েছিল, সেখানে কিছু আইনের ব্যতয় ঘটেছে সেজন্য তিনি আপিল বিভাগে গেছেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিচারঙ্গনে চলমান অস্থিরতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের খারাপ আচরণের কথা শুনেছি। এখন কথা হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন।

প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবং অন্যান্য বিজ্ঞ বিচারকগণ তার কাছে কমপ্লিন করেছেন, ভিডিও পাঠিয়েছেন।

সেখানে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল, সেটা আমি শুনেছি। সেই প্রেক্ষিতে হাইকোর্ট কনডেমট রুল জারি করেছেন। এটা এখন বিচারাধীন ব্যাপার। আদালত বিচার করবেন।’

এ সময় তার সাথে আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com