বর্তমান সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপির গণমিছিল 

ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি, 24 December 2022, 10931 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

বর্তমান সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সকালে শহেরর সরকারী কলেজ মোড় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে গনমিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ রোড মোড় এসে শেষ হয়।

পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগন এখন সোচ্চার। পুলিশ দিয়ে গণআন্দোলনকে আর ঠেকানো যাবেনা।

বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়া ও মির্জা ফকরুলসহ গ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com