কসবায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার

আইন-আদালত, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2022, 12003 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ১২৫ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকসা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে কসবা পৌরসভার ইমামপাড়া আরএফএল শোরুমের সামনে থেকে গাঁজাসহ সিএনজিটি উদ্ধার করা হয়।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার ইমামপাড়া আরএফএল শোরুমের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে সিএনজিটি তল্লাশী করে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কসবা থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com