সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারত গেলো বিজিবির প্রতিনিধি দল

আখাউড়া, আন্তর্জাতিক, ব্রাহ্মণবাড়িয়া, 7 December 2022, 12565 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

তিনদিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতে গেছেন বিজিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যায় প্রতিনিধি দলটি।

এ সময় দুই দেশের সীমান্তের শূণ্য রেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানায় ভারতের ত্রিপুরা রাজ্যেও গকূলনগর বর্ডাগ সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টও কমান্ডার রাজেশ কুমার।

বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী।

প্রতিনিধি দলে বিজিবি চট্টগ্রাম ছাড়াও ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের রিজিয়ন ও সেক্টর কমান্ডারগণ রয়েছেন।

প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী জানান, বিএসএফের সাথে রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠকে দুই দেশের সীমান্তের নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। দ্বিপাক্ষিক এই আলোচনা থেকে কিছু সমঝোতা বের করে আনার চেষ্টা করব। তবে এই আলোচনা ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর প্রতিনিধি দলটি একই চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com