আখাউড়া মুক্ত দিবস

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, 6 December 2022, 12595 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। আখাউড়া উপজেলা প্রশাসন, আখাউড়া পৌরসভা ও মুক্তিযোদ্ধা সন্তান কমিটি নানা কর্মসূচির মধ্যে দিনটি পালন করছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা শেষে আখাউড়া পোষ্ট অফিসের সামনে পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে দেশের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত আখাউড়া হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন এ রণাঙ্গনে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ৪ ও ৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ভারত ত্রিপুরা সীমান্তঘেঁষা আখাউড়া সম্প‚র্ণভাবে শত্রুমুক্ত হয়। পরে আখাউড়া সড়কবাজার ডাকঘরের সামনে লাল-সবুজ পতাকা উত্তোলন করেন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরীসহ মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত আখাউড়া দরুইন গ্রামের মাটিতেই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিস্থল রয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com