হাইওয়ে পুলিশের  অভিযান, দেড় শতাধিক মোটর সাইকেল, ইজিবাইক অটোরিক্সা আটক।

আইন-আদালত, ব্রাহ্মণবাড়িয়া, 18 November 2022, 14164 বার পড়া হয়েছে,

স্টাফ রিপোর্টার:

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে মাঠে নেমেছে হাইওয়ে থানা পুলিশ।

গত দুইদিনে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল, ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিক্সা আটক করে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, বুধবার থেকে হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর, কুট্টাপাড়া মোড়, শাহবাজপুর, চান্দুরাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে।

দুইদিনে আমরা মহাসড়কে প্রায় দেড় শতাধিক গাড়ি আটক করেছি। এদের মধ্যে ৬০টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারন হলো থ্রি-হুইলার। সরকার মহাসড়কে তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কাজ করছি। দুর্ঘটনা লাগবে আমরা মহাসড়কে নিয়মিত অভিযান পরিচালনা করবো।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com